আইএসের শীর্ষ নেতা নিহত, নতুন নেতা আবু আল-হুসেইন
আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে খ্যাত ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু হাসান আল-হাশিমি আল-কুরায়েশি নিহত হয়েছেন। তার জায়গায় আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরায়েশি। শীর্ষ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) গণমাধ্যমগুলোতে পাঠানো আইএসের এক অডিওবার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা বলছে, আবু হাসান আল-হাশিমির মৃত্যুর কথা নিশ্চিত করলেও, মৃত্যুর কারণ, সময় ও স্থান সম্পর্কে কোনো তথ্য দেয়নি সুন্নিপন্থী সন্ত্রাসীগোষ্ঠীটি। অডিওবার্তাটিতে শুধু বলা হয়েছে, জিহাদের ময়দানে শহীদ হয়েছেন তিনি। এদিকে, নতুন শীর্ষ নেতার সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের দাবি, সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্রাহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে নিহত হয়েছেন আবু হাসান আল-হাশিমি। এ বছরের মার্চে তিনি আইএসের নেতা হন।
২০১৪ সালে উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নিজেদের খিলাফত প্রতিষ্ঠা করে আইএস। সেসময় পূর্ব ইরাক থেকে পশ্চিম সিরিয়া পর্যন্ত প্রায় ৮৮ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল তারা।