You have reached your daily news limit

Please log in to continue


মেসিদের ম্যাচে রেফারির দায়িত্বে 'পুলিশ ইন্সপেক্টর'

কাতার বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে বুধবার রাত ১টায় মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপের দেশ পোল্যান্ড। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ডাচ পুলিশ ইন্সপেক্টর ড্যানি মেকেলিয়ে। এছাড়াও তার সহকারী হিসেবে থাকবেন হেসেল স্টেস্ট্রা ও ইয়ান দে ভ্রিজ। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন হন্ডুরাসের সাইদ মার্টিনেজ।

ড্যানি মেকেলিয়ে বর্তমানে নেদারল্যান্ডসের রটারড্যাম প্রদেশের পুলিশ ইন্সপেক্টরের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি প্রশিক্ষক হিসেবেও কর্মরত আছেন।

মাত্র ১৬ বছর বয়সে রেফারি হিসেবে আবির্ভূত ড্যানি মেকেলিয়ে। ২০০৯ সালে ডাচ লিগে অভিষেক হওয়া এই রেফারি এখন পর্যন্ত ৫৮৯টি ম্যাচ পরিচালনা করেছেন। এ সময়ে ১৮৫৪টি হলুদ কার্ড ও ৭৫টি লাল কার্ড দিয়েছেন তিনি। ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ফিফার সঙ্গে তার যাত্রা শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন