কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এমন ইতিহাস গড়ো যেন সবাই আজীবন মনে রাখে: সৌদি খেলোয়াড়দের উদ্দেশ্যে রেনার্ড

www.tbsnews.net প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ১৬:৩৯

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়েছে সৌদি আরব। সেই সঙ্গে বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সৌদি আরবের ফরাসি কোচ হার্ভে রেনার্ড। দলের খেলোয়াড়দের জয়ের অন্য অনুপ্রাণিত করতে তার জুড়ি নেই, ড্রেসিংরুমের ভাইরাল হওয়া এক ভিডিও দিয়েও সাড়া ফেলে দিয়েছেন এই কোচ।


নিজেদের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি সৌদি আরবের। বাংলাদেশ সময়ে বৃহস্পতিবার রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব। এই ম্যাচে জিতলে এবং অন্যদিকে পোল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে আর্জেন্টিনা না জিতলে সৌদি আরবের পথ পরিষ্কার। তবে এই গ্রুপের সমীকরণ আরও অনেক দিক থেকেই সবচেয়ে জটিল!


মেক্সিকোর সাথে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন সৌদি কোচ রেনার্ড। আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার বিরতির সময় ড্রেসিং রুমে তার বক্তব্যের কথা স্বীকার করেই রেনার্ড জানান, সবসময়ই তার ঝাঝালো অনুপ্রেরণায় যে দল জিতে ফেরে তা নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও