কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সকালে দেবর–ভাবীর নাশতার পর বিকেলে ঐক্যের ডাক

প্রথম আলো প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ২২:৩৫

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের সঙ্গে মঙ্গলবার সকালে এক টেবিলে নাশতার পর বিকেলে গণমাধ্যমে পাঠানো বক্তব্যে ঐক্যের ডাক দিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।


লিখিত বক্তব্যে রওশন এরশাদ বলেছেন, ‘আমি সব সময়ই জাতীয় পার্টির ঐক্য চাই।’ পার্টিকে বিভক্ত করার প্রশ্নই ওঠে না উল্লেখ করে তিনি পার্টিতে একসময় যাঁরা যুক্ত ছিলেন ও নিষ্ক্রিয় হয়ে গেছেন, তাঁদেরও দলে ফেরার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দলের মধ্যে বিভ্রান্তি দূর করতে শিগগিরই দলের নেতাদের সঙ্গে বসবেন বলেও জানিয়েছেন রওশন এরশাদ।


থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দীর্ঘদিন চিকিৎসা শেষে গত রোববার দেশে ফিরেছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ঢাকা ফিরে তিনি গুলশানের ওয়েস্টিন হোটেলে থাকছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এই হোটেলে গিয়ে রওশন এরশাদের সঙ্গে দেখা করেন জি এম কাদের। দুজনে এক টেবিলে বসে নাশতাও করেছেন। এ সময় সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আবু হোসেন (বাবলা)। তিনি প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও