বৈশ্বিক সংকটের অভ্যন্তরীণ সমাধান ভাবুন
বর্তমানে অর্থনীতির যে চ্যালেঞ্জ, তা কেবল বাংলাদেশেই নয়; পৃথিবীর অন্যান্য দেশেও দেখা দিচ্ছে। প্রতিটি দেশ তাদের মতো করে মোকাবিলা করছে। কিন্তু এই দোহাই দিয়ে বসে থাকলে চলবে না। বিদ্যমান বাস্তবতায় আমাদের চ্যালেঞ্জগুলো আমাদের মতো কাটিয়ে উঠতে হবে।
যেমন, শুধু বাংলাদেশে নয়; বিশ্বজুড়েই কর্মসংস্থান কমে যাচ্ছে, রপ্তানি বাণিজ্য ও রেমিট্যান্সেও সুখবর পাওয়া যাচ্ছে না। এর মূল কারণ হিসেবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কভিড ১৯-এর দিকে ইঙ্গিত করা হয়। এর বাস্তবতা অস্বীকার করা যাবে না। কিন্তু মনে রাখতে হবে, আমাদের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ ও বেশ কিছু সমস্যা আগে থেকেই ছিল। এসব সমস্যা মোকাবিলায় আমরা কার্যকর ভূমিকা দেখতে পাইনি। সমস্যা নিরসনে সমন্বিত পদক্ষেপ নিতে এখনও দেখছি না।