বাংলাদেশের অকৃত্তিম বন্ধু জর্জ হ্যারিসনের ২১তম মৃত্যুবার্ষিকী আজ

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০৯:৩১

বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান এক জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট জর্জ হ্যারিসন। বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে যার অনন্তকালের বসবাস। বাংলাদেশ ও বাঙালির কাছে যার নামটা প্রকৃত বন্ধু হিসেবেই উচ্চারিত হয়। বাংলাদেশের সঙ্গে তাঁর সম্পর্কটা আত্মার এবং হৃদয়ের। এদেশের কঠিন বিপদের সময় তিনি দাঁড়িয়েছিলেন পাশে। চরম দুর্দিনে বাড়িয়েছিলেন সাহায্যের হাত। আজ সেই জগৎবিখ্যাত মানুষটির ২১তম মৃত্যুবার্ষিকী।  


বাংলাদেশের পক্ষে গোটা বিশ্বকে করেছিলেন জাগ্রত তিনি। গোটা দুনিয়ায় সাড়া জাগানো 'দ্য বিটলস' ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং অন্যতম কণ্ঠশিল্পী হিসেবে তার পরিচিতি ছড়িয়ে পড়ে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তার নেওয়া একটি উদ্যোগই নাড়া দিয়েছিল পৃথিবীর মানুষকে। সবাইকে জানিয়েছিলেন পাক হানাদার বাহিনী বাংলার মানুষের ওপর কী নিপীড়ন আর হত্যাযজ্ঞই না চালাচ্ছে। তুলে ধরেছিলেন প্রতিবেশী ভারতে শরণার্থী হওয়া কোটি মানুষের দুঃসহ বেদনার কথা। আর সেটাও তিনি করেছিলেন গানে গানেই। পৃথিবীর বুকে আয়োজন করেছিলেন সম্ভবত প্রথম চ্যারিটি কনসার্ট। সেই কনসার্টের ব্যাপকতা এতটাই ছিল যে শত বছরের অন্যতম সেরা আয়োজনের তকমাও জুড়ে আছে সাথে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও