কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আগামীকাল শেষ দিন, রিটার্ন জমা দিতে কর অঞ্চলে ভিড়

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০৯:০৬

টানা তিন বছর ধরে আয়কর মেলার আয়োজন করছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের সুবিধায় মেলার পরিবর্তে এনবিআরের অধীন সারা দেশে ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে মেলার মতো উৎসবমুখর পরিবেশে রিটার্ন জমা নেওয়া হচ্ছে। মেলার সব সুযোগ-সুবিধাই পাওয়া যাচ্ছে কর অঞ্চলগুলোতে।


অনলাইন পদ্ধতিতে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকায় এবার বেশ সাড়া পড়েছে অনলাইনে রিটার্ন জমায়।


মাসব্যাপী আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল বুধবার। এবার রিটার্ন জমার সময়সীমা বাড়বে না বলে জানিয়ে দিয়েছে এনবিআর। যার কারণে কর অঞ্চলগুলোতে এত দিন তেমন ভিড় না থাকলেও শেষ দিকে এসে রিটার্ন জমা দিতে উপচে পড়া ভিড় ছিল করদাতাদের। ভিড় থাকলেও করদাতাদের রিটার্ন জমা দিতে ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি।


সরেজমিনে গত রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বিভিন্ন কর অঞ্চল ঘুরে এসব দেখা গেছে। কর অঞ্চল-৪-এ গিয়ে দেখা যায়, রিটার্ন জমা দিতে প্রতিটি বুথেই করদাতারা ভিড় করছেন। এই কর অঞ্চলে শুধু সরকারি কর্মকর্তারা আয় কর রিটার্ন জমা দিচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও