স্মার্টফোন–আসক্তি কমাচ্ছে সৃজনশীলতা

প্রথম আলো প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ১৫:৫৩

স্মার্টফোনের প্রতি আসক্তি সৃজনশীলতা কমিয়ে দিচ্ছে। নতুন এক নিউরোইমেজিং গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। চীনের গবেষকেরা ছবিভিত্তিক ‘ব্রেইন ইমেজিং’ প্রযুক্তি ব্যবহার করে সৃজনশীল কর্মকাণ্ডে কর্টিকাল প্রতিক্রিয়ার ভিত্তিতে গবেষণাটি করেছেন। এ গবেষণার মাধ্যমে তাঁরা অনুসন্ধান করতে চেয়েছেন, কীভাবে স্মার্টফোন–আসক্তি সৃজনশীলতা কমিয়ে দেয়।


যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের স্যোশাল কগনিটিভ অ্যান্ড অ্যাফেকটিভ নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণাটিতে বলা হয়েছে, স্মার্টফোন–আসক্তি মস্তিষ্কের সক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে, যা সৃজনশীল কাজে বিঘ্ন ঘটায়। স্মার্টফোনে আসক্ত মানুষের সৃজনশীল কাজ করার সময় মস্তিষ্কের প্রিফ্রনটাল কর্টেক্স ও টেমপরাল এরিয়া তেমন সক্রিয় থাকে না।


মস্তিষ্কের কোন অংশটি সৃজনশীল কাজে ব্যঘাত ঘটায়, তা অনুসন্ধানের চেষ্টা করেছে গবেষক দল। চীনের একটি বিশ্ববিদ্যালয়ের ১৮ থেকে ২৫ বছর বয়সী ৪৮ জন শিক্ষার্থী এ গবেষণায় অংশ নেন। স্মার্টফোন–আসক্তির মানদণ্ডে তাঁদের আসক্তির মাত্রা মেপে দেখে গবেষক দল। পরীক্ষাধীন দলের ২৪ জন উচ্চমাত্রায় স্মার্টফোনে আসক্ত বলে চিহ্নিত হন।


‘অলটারনেটিভ টাস্ক’ পদ্ধতি ব্যবহার করে প্রথম ধাপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্মৃতিশক্তি পরীক্ষা করা হয়। দ্বিতীয় ধাপে নিউরোইমেজিংয়ের সাহায্য নেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও