আবেগী ভিডিওতে প্রয়াত শিশু কন্যাকে স্মরণ স্পেন কোচের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ১৫:০৯

জার্মানির বিপক্ষে গত রাতে ড্র করেছে স্পেন, চলে গেছে নিজেদের ‘ই’ গ্রুপ শীর্ষেও। তবে কোচ লুইস এনরিকে মার্টিনেজ গার্সিয়ার জন্য দিনটা স্পেশাল ছিল আরও একটা কারণেও। শিশু কন্যা জানা মার্টিনেজেরও জন্মদিন ছিল এদিন, যে তিন বছর আগে পরপারে জমিয়েছে ক্যানসারের কাছে দীর্ঘ যুদ্ধ শেষে। জার্মানি ম্যাচের পর আবেগী এক ভিডিওতে তাকে স্মরণ করলেন এনরিকে।


২০১৯ সালে ৯ বছর বয়সে বোন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে জানা। এরপর স্পেনের কোচিংও ছেড়ে দিয়েছিলেন ‘লুচো’। তবে এর মাসকয়েক পরই তিনি ফেরেন স্পেনের কোচিংয়ে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী ভিডিওতে সেই জানাকে স্মরণ করেন এনরিকে। জানান কন্যা-বিয়োগের পর কেমন দুর্বিষহ দিন কাটিয়েছিলেন তিনি, ‘আমার পরিবারের জন্য দিনটা বেশ স্পেশাল। তার না থাকাটা এখন আমাদের জীবনের স্বাভাবিক একটা অংশই হয়ে গেছে। যদিও আমাদের মেয়ে আমাদের কাছে নেই, তবে তার কথা না ভেবে একটা দিনও পার করতে পারি না আমরা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও