ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে আফগানিস্তান, শঙ্কায় শ্রীলঙ্কা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ১২:৪৮

রোববার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি মাঝপথেই ভেস্তে যাওয়ায় সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান।


বৃষ্টিতে ম্যাচ শেষ না হওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগ করে নেয় আফগানরা। প্রথম ওয়ানডেতে তারা জিতিছিল। সুপার লিগের মূল্যবান ৫ পয়েন্টই আফগানদের লিগ টেবিলের সাত নম্বরে থাকা নিশ্চিত করেছে।


লিগ টেবিলে আফগানিস্তানের পিছনে থাকা দলগুলোর পক্ষে আর তাদের ছুঁয়ে ফেলা সম্ভব হবে না। সুতরাং, সাত নম্বর দল হিসেবে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের টিকিট কেটেছে আফগানিস্তান।


পয়েন্ট ভাগাভাগি হওয়ায় শ্রীলঙ্কা বেশ চাপে আছে। সুপার লিগে তাদের হাতে রয়েছে মাত্র ৪টি ম্যাচ। লিগ টেবিলের আট নম্বরে থাকতে তাদের লড়াই ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও