বিশ্বকাপে মরক্কোর কাছে বেলজিয়ামের হার, ব্রাসেলসে সহিংসতা

কালের কণ্ঠ বেলজিয়াম প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ১০:৪১

কাতার ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কোর কাছে ২-০ গোলে হেরে গেছে বেলজিয়াম। রবিবারের ওই ম্যাচে হেরে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি ব্রাসেলসের বাসিন্দারা।


আলজাজিরা জানিয়েছে, ফিফা র‌্যাংকিংয়ে ২২ নম্বরে থাকা দলের কাছে বেলজিয়ামের মতো দল হেরে যাওয়া মানতে না পেরে রাজধানী ব্রাসেলসে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সেখানে গাড়ি ভাঙচুর, স্কুটারে অগ্নিসংযোগ করা হয়েছে।


বিক্ষোভ চলা অবস্থায় মুখে গুরুতর আঘাত পেয়েছেন একজন সাংবাদিক। ব্রাসেলসের বিভিন্ন রাস্তা আটকে দিয়েছে পুলিশ। জলকামান প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।


ব্রাসেলসে পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান বলেছেন, কিছু সমর্থক লাঠি হাতে ভাঙচুর চালিয়েছে। একজন সাংবাদিক মুখে আঘাত পেয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ জনকে আটক করেছে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও