কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রিটার্ন জমা দিতে ভিড় বাড়ছে

প্রথম আলো প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ২১:০৩

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে চলতি মাসেই। সেই হিসেবে চলমান করাঞ্চলে সেবা মাসও শেষ সপ্তাহে গড়িয়েছে। গত সপ্তাহ পর্যন্ত রিটার্ন জমা দিতে করাঞ্চলে আসা করদাতাদের অংশগ্রহণ অনেকটাই ঢিলেঢালা ছিল। তবে আজ রোববার থেকে করদাতাদের ভিড় বাড়ছে। তাঁদের অধিকাংশ নিয়মিত ও তরুণ করদাতা।


আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ১, ৫, ৭, ৮, ১০ ও ১১ নম্বর কর অঞ্চল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই করাঞ্চলের বুথগুলোয় রিটার্ন জমা দিতে ভিড় করেন করদাতারা। তাঁদের মধ্যে ছিলেন তরুণ–বয়স্ক–নারী–পুরুষনির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ। যদিও সরকারি চাকরিজীবীদের সংখ্যা ছিল অনেক।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যানুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৮০ লাখ টিআইএনধারী আছেন। গত মঙ্গলবার পর্যন্ত প্রায় সোয়া ৯ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছেন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও