কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মৃত্যু শূন্য দিনে আক্রান্ত শনাক্ত কমে ১৬

বণিক বার্তা স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ২০:০১

দেশে গত এক দিনে কভিড-১৯ আক্রান্ত শনাক্ত নতুন রোগীর সংখ্যা আরো কমেছে। একই সঙ্গে কমেছে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার। এ সময়ে নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কারো মৃত্যু হয়নি। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪০৬টি নমুনা সংগ্রহ ও ২ হাজার ৩৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬ জন নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়। গতকাল শনিবার এ সংখ্যা ছিল ২৩ জন।নতুন রোগীদের মধ্যে ১০ জন ঢাকার বাসিন্দা। এছাড়া টাঙ্গাইল জেলায় দুজন, নারায়ণগঞ্জ জেলায় একজন, কক্সবাজার জেলায় একজন এবং জয়পুরহাট জেলায় দুজন নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৫৯ জেলায় নতুন করে কারও নভেল করোনাভাইরাস শনাক্ত হয়নি। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৪৩৪ জন হয়েছে। নতুন করে কারো মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৩১ জন রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও