You have reached your daily news limit

Please log in to continue


কৃষিজমি ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে

বর্তমান পরিস্থিতিতে জমি ও সম্পদকে অধিক উৎপাদনশীল কাজে ব্যবহার করতে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, কৃষিজমিতে ফসল উৎপাদনে সবাইকে আরো মনোযোগী হওয়ার পাশাপাশি সমবায় সমিতিগুলোর সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের মাধ্যমে ক্ষুধা, দারিদ্র, শোষণ ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন৷ এখন জাতির পিতার স্বপ্ন পূরণের জন্য সমবায় সমিতিসমূহকে কাজ করে যেতে হবে৷ সকলের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় সমিতিকে ভূমিকা রাখতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন