কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চার দলের সামনেই নকআউট

সমকাল প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ১৫:২৮

এক ড্রয়ে বদলে গেল সব হিসাব। শুক্রবার রাতে ফেভারিট ইংল্যান্ড এক পয়েন্ট পায় যুক্তরাষ্ট্র থেকে। তাতেই জমে উঠেছে 'বি' গ্রুপের শেষ ষোলোতে যাওয়ার দৌড়টা। পয়েন্ট টেবিল দেখে বোঝা যাচ্ছে, চার দলের সামনেই এখন খোলা আছে নকআউটে যাওয়ার দুয়ার। একই সঙ্গে আবার ভুল করলে বাদের শঙ্কাও। এখন পর্যন্ত যতটুকু হিসাব-নিকাশ, তাতে এগিয়ে ইংল্যান্ড। দুই ম্যাচ থেকে তারা চার পয়েন্ট জমা করেছে। গোল ব্যবধানেও এগিয়ে সাবেক চ্যাম্পিয়নরা।


বাকি আছে তাদের একটি ম্যাচ, যেখানে ২৯ নভেম্বর প্রতিপক্ষ ওয়েলস। ওই ম্যাচটিতে জিতলে কোনো রকম হিসাব ছাড়াই সোজা শেষ ষোলোতে চলে যাবে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ড্র করলেও টিকে থাকবে আশা। সে ক্ষেত্রে বাকিদের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডকে। আর ওয়েলস যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে তারাও চলে আসবে নকআউটে যাওয়ার দৌড়ে। ড্র করলে তাদের সম্ভাবনা নাই বললেই চলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও