কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


৪৩ বছর ধরে ক্ষমতায়, ভোটে পুনর্নির্বাচিত হলেন

বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রয়েছেন পশ্চিম আফ্রিকার ইকুইটোরিয়াল গিনির প্রেসিডেন্ট তিওদরো ওবিয়াং এনগুয়েমা। তেল উৎপাদনকারী ওই দেশে নির্বাচনে তিনি আবার জয়লাভ করেছেন। নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ফের ক্ষমতায় আসছেন তিনি, বৃদ্ধি করতে চলেছেন নিজের ৪৩ বছরের শাসনামল।

ভোটের ছয় দিন পরে সরকারি কর্মকর্তারা ঘোষণা করেছেন, ৮০ বছর বয়সী তিওদরো ওবিয়াং এনগুয়েমা প্রায় ৯৫ শতাংশ ভোট পেয়েছেন।

সব মিলিয়ে দেশটির জনসংখ্যা ১৫ লাখ। এর মধ্যে চার লাখেরও বেশি মানুষ ভোটের জন্য নিবন্ধন করেছিলেন।  

প্রেসিডেন্টের ছেলে তিওদরো এনগুয়েমা ওবিয়াং ম্যাংগুয়ে বলেছেন, ভোটের ফলাফল এটাই প্রমাণ করে যে আমরা ঠিক আছি। বরাবরই দল হিসেবে আমরা দুর্দান্ত।

আগে থেকেই পর্যবেক্ষকদের ধারণা ছিল, তিওদরো ওবিয়াং এনগুয়েমা ক্ষমতায় ফিরবেন। ওবিয়াং সব সময়ই ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বরাবরই সেসব নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন