গুগল সবচেয়ে বেশি খোঁজা হয়েছে অ্যাম্বারকে, এরপরেই জনি
চ্যানেল আই
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ০৯:১০
চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গুগলে সবচেয়ে বেশি যেই তারকার নাম খোঁজ করা হয়েছে তিনি অ্যাম্বার হার্ড। এরপরেই আছে জনি ডেপ এর নাম। বছর জুড়ে এই দুই তারকা ছিলেন আলোচনায়।
হলিউড নিউজ ওয়েবসাইট সেলেবট্যাটলার-এ প্রকাশ করা হয়েছে এই তথ্য। সবচেয়ে বেশি সার্চ করা ১৫০ জন তারকার নাম প্রকাশ করা হয়েছে সেখানে। জানা গেছে ৫.৬ মিলিয়ন বার খোঁজ করা হয়েছে অ্যাম্বারের নাম। জনি ডেপকে খোঁজা হয়েছে ৫.৫ মিলিয়ন বার। তৃতীয় স্থানে আছে রানি দ্বিতীয় এলিজাবেথের নাম। ৪.৩ মিলিয়ন বার খোঁজা হয়েছে তাকে।
এই তালিকার চতুর্থ স্থানে আছে ফুটবলার টম ব্র্যাডির নাম। পঞ্চম স্থানে আছে কিম কার্দাশিয়ান ও ষঠ স্থানে পিট ডেভিডসনের নাম। সপ্তম স্থান পেয়েছেন ইলন মাস্ক।
- ট্যাগ:
- বিনোদন
- গুগল সার্চ
- জনি ডেপ
- অ্যাম্বার হার্ড