দুদক নাকি রাঘববোয়াল ধরায় ‘বিশ্ব রেকর্ড’ করেছে

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ১৫:৫৯

বিশ্ব রেকর্ড করার মতো যে অগুনতি বিষয় আমাদের গাঁটের মধ্যে গোঁজা আছে, তার তালিকা অনেক বড়। সেই তালিকার একটি হলো রপ্তানি খাত। বিশেষ করে টাকা ‘রপ্তানিতে’ আমরা যে রেকর্ড করেছি, তা সম্ভবত বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে মহাবিশ্ব রেকর্ডে গিয়ে ঠেকেছে।


গত দেড় যুগে আমরা প্রায় ১০ লাখ কোটি টাকা ‘রপ্তানি’ করেছি। এই ‘রপ্তানিকারকদের’ বেশির ভাগই টাকার সঙ্গে দারা-পুত্র-পরিবারকেও ইউরোপ-আমেরিকা-কানাডায় ‘রপ্তানি’ করেছেন; আর নিজেরা দেশে বসে আমদানি-রপ্তানি-এলসি-বাণিজ্য চালাচ্ছেন।


এই ধরনের অসংখ্য বিষয় যখন নতুন নতুন রেকর্ড গড়ে আমাদের নাক-মুখ উজ্জ্বল করছে, ঠিক সেই সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ একটি নতুন সম্ভাব্য রেকর্ডের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, দুদক বিশ্ব রেকর্ড করার মতো রাঘববোয়াল ধরেছে। অর্থাৎ তাঁর কথায় তাঁরা যে পরিমাণ ধেড়ে দুর্নীতিবাজ ধরেছেন, তা বিশ্বের অন্য কোনো দেশের দুর্নীতিবিরোধী সংস্থা ধরতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও