১০ ডিসেম্বরের সমাবেশ: সরকার দিতে চায় সোহরাওয়ার্দী উদ্যান, নয়াপল্টনে অনড় বিএনপি
সরকার আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে দিতে চায়। তবে আগের চাওয়া অনুযায়ী নয়াপল্টনেই সমাবেশ করার দাবিতে অনড় বিএনপি। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেওয়ার বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তারপরই বিষয়টি আলোচনায় এসেছে। বিএনপি বলেছে, এর আগের দুই দিন সোহরাওয়ার্দী উদ্যানেই ছাত্রলীগের সম্মেলন আছে। তাই ওই স্থানে সমাবেশ করতে গেলে ‘সাংঘর্ষিক’ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ করতে চেয়ে ১৫ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি চায় বিএনপি। ওই দিন বিএনপির কয়েকজন নেতা সমাবেশের অনুমতির আবদেন নিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে যান।