![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-11%252F5c48b9bc-f71e-4842-9265-c651f758045d%252FUntitled_1.gif%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
বুক জ্বালাপোড়ার কারণ জিইআরডি
জিইআরডি (গ্যাস্ট্রোইসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ) পরিপাকতন্ত্রের একটি পরিচিত সমস্যা। অনেকে প্রায়ই এ সমস্যায় ভোগেন। আমরা যখন খাবার খাই, তখন তা খাদ্যনালি দিয়ে পাকস্থলীতে পৌঁছায়। খাবার হজমের একপর্যায়ে পাকস্থলীতে অ্যাসিড ও পেপসিন নামক এনজাইম নির্গত হয়, যেগুলো খাবারের সঙ্গে মিশ্রিত হয়। এই মিশ্রণ পাকস্থলী থেকে আরও নিচের দিকে নামে হজমের জন্য। কিন্তু কখনো যদি এই মিশ্রণ নিচে না নেমে ওপরের দিকে উঠে আসে অথবা খাদ্যনালিতে প্রবেশ করে এবং এটা যদি বেশ ঘন ঘন হয়, তবে একে জিইআরডি বলা যাবে।
কেন হয়
খাদ্যনালি ও পাকস্থলীর সংযোগের অংশ যদি কোনো কারণে দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয়, তখনই সাধারণত এটা হয়ে থাকে। কোনো কারণে যদি পেটের ভেতরের চাপ বেড়ে যায়, তাহলেও এমনটা হতে পারে, যেমন গর্ভধারণ, অতিরিক্ত স্থূল হয়ে যাওয়া ইত্যাদি। এ ছাড়া ধূমপান, কিছু ওষুধও এ সমস্যার কারণ হতে পারে। হায়াটাল হার্নিয়া নামে পাকস্থলীর একটি সমস্যার কারণেও জিইআরডি হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- বুক জ্বালাপোড়া