You have reached your daily news limit

Please log in to continue


এক মাসের মধ্যে এলসি সমস্যার সমাধান হবে

আগামী এক মাসের (ডিসেম্বরের) মধ্যে বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে ঋণপত্র বা এলসি খোলা নিয়ে সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনাদের এলসি খুলতে সমস্যা হচ্ছে। সংকট কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। আর এক মাস অপেক্ষা করুন।

ডিসেম্বরের মধ্যে সমস্যার সমাধান হবে, ইনশাআল্লাহ। ’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় ষষ্ঠবারের মতো তিন দিনব্যাপী বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেকট্রিক্যাল ইন্টারন্যাশনাল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘গভর্নরের (বাংলাদেশ ব্যাংকের গভর্নর) সঙ্গে দুই দিন আগেও কথা হয়েছে। এখন আপনাদের কাছে যেসব সমস্যার কথা শুনলাম, তা গভর্নরের কাছে পৌঁছে দেব। সরকার পুরোপুরি ব্যবসাবান্ধব। অর্থনীতির ৮০ শতাংশ আপনাদের ব্যবসায়ীদের হাতে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন