৯ মিনিটে হাপিস কয়েক শ প্রাচীন স্বর্ণমুদ্রা

কালের কণ্ঠ জার্মানি প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ০৯:৩৩

জার্মানির একটি জাদুঘর থেকে চোররা প্রায় ১৪ লাখ পাউন্ড দামের কেল্টিক সোনার মুদ্রা চুরি করেছে। আর মাঝরাতে মাত্র ৯ মিনিটের ‘অপারেশনে’ কাজটি করেছে তারা। বাভারিয়ার মানচিংয়ের জাদুঘর থেকে চুরি হয়েছে ওই মূল্যবান মুদ্রাগুলো। ধারণা করা হচ্ছে, চোররা জাদুঘরের অ্যালার্ম সিস্টেমে নাশকতা করেছিল।


জাদুঘরে ঢোকার ঠিক আগে আশপাশের ইন্টারনেট সংযোগ কেটে ফেলা হয়েছিল। এর ফলে যোগাযোগে ব্যাপক বিভ্রাট ঘটে। আগের অভিযানের সঙ্গে এ চুরির যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ইন্টারনেটবিভ্রাটের কারণে একটি দরজা খোলা হলেও অ্যালার্ম বাজেনি। তবে চুরি হওয়ার সময়টি রেকর্ড করা সম্ভব হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও