You have reached your daily news limit

Please log in to continue


তিন বছর পর মঞ্চে ফিরছে রবীন্দ্রসংগীত উৎসব

‘এই জীবনে ব্যথা যত এইখানে সব হবে গত’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এমন অমিয় বাণী ধারণ করে তিন বছর পর মঞ্চে ফিরছে ৩৩তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আজ শুক্র ও শনিবার দুই দিনের এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। শুক্রবার সকাল ১০টায় উৎসব উদ্বোধন ও গুণীজন সম্মাননা দেবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

গত বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ও কণ্ঠশিল্পী পীযূষ বড়ুয়া বলেন, ‘শেষবার এই উৎসব করেছি ২০১৯ সালে, মানে সরাসরি মঞ্চে। করোনভাইরাসের কারণে ২০২০ সালে আয়োজন করতে পারিনি। গত বছর করেছি সীমিত পরিসরে অনলাইনে। ফলে এবারের উৎসব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন