বিদ্যুতের দাম ভোক্তা পর্যায়েও ২০% বাড়ানোর প্রস্তাব
এবার ভোক্তা পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির জন্য আবেদন করেছে বিতরণ কোম্পানিগুলো। ইতিমধ্যেই তিনটি কোম্পানি আবেদন করেছে। আগামী সপ্তাহে বাকি তিনটি কোম্পানি আবেদন করতে পারে। বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বাড়াতে চায় বিতরণ কোম্পানিগুলো।
এর আগে গত জুন মাসে গ্যাসের দাম এবং গত আগস্টে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। সব৴শেষ ২১ নভেম্বর (গত সোমবার) পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল্য নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি সেদিন জানিয়েছিল, এখনই খুচরা পর্যায়ে বিদ্যুতের দামে কোনো প্রভাব পড়বে না। তবে পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির দুই দিনের মাথায় গত বুধবার ভোক্তা পর্যায়েও দাম বাড়াতে বিইআরসির কাছে আবেদন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিতরণ কোম্পানিও পিডিবি। তাদের আবেদনের পর গতকাল বৃহস্পতিবার আরও দুটি কোম্পানি দাম বাড়ানোর আবেদন করেছে।