You have reached your daily news limit

Please log in to continue


ভারতেও অভিন্ন চার্জার নীতিমালা

২০২৪ সাল থেকে ইউরোপে সব ইলেকট্রনিক ডিভাইসে একই ধরনের চার্জিং ব্যবস্থা কার্যকর করতে হবে। এ লক্ষ্যে গত জুনে অভিন্ন চার্জিং নীতিমালা পাস করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এ নীতিমালার আওতায় স্মার্ট ডিভাইস নির্মাতাদের জন্য ইউএসবি টাইপ-সি চার্জার বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এ নীতিমালা মেনে ২০২৪ সাল থেকে আইফোনেও ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহারে বাধ্য হবে অ্যাপল। ইইউর মতো একই নীতিমালা করতে যাচ্ছে ভারতও।

নীতিমালাটি কার্যকর হলে ইউরোপীয় দেশগুলোর মতো ভারতেও নির্মাতাদের ইউএসবি টাইপ-সি চার্জার সিস্টেম দিতে হবে। ইইউর নীতিমালায় মূলত বেকায়দায় পড়েছে আইফোন নির্মাতা অ্যাপল। কেননা স্যামসাং, অপো, হুয়াওয়ে কিংবা অন্যান্য স্মার্ট ডিভাইসে ইউএসবি সি-টাইপ চার্জার সাপোর্ট করলেও আইফোনের চার্জিং ব্যবস্থা আলাদা। এতে করে আইফোনের চার্জার দিয়ে শুধু আইফোনই চার্জ করা যায়।

অন্যদিকে ইউএসবি টাইপ-সি সমর্থন করায় স্যামসাংয়ের চার্জারে অ্যাপল বাদে অন্য ব্র্যান্ডের স্মার্টফোনও চার্জ করা সম্ভব। ভারতীয় কর্তৃপক্ষ স্মার্ট ডিভাইসের পাশাপাশি ফিচার ফোনের জন্য পৃথক চার্জিং পোর্ট নিয়েও নীতিমালা করতে ইচ্ছুক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন