জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দশ তলা এক ভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
লিমন কুমার রায় নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন; তার বাড়ি নীলফামারীতে।
বুধবার সকাল ১০টার দিকে হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সনজিৎ কুমার দত্ত।
তিনি বলেন, “ওই শিক্ষার্থী ৪০২১ নম্বর রুমে থাকত। আশপাশের শিক্ষার্থীরা জানিয়েছে, মোবাইলে কথা বলতে বলতে সে ছাদের দিকে যায়। হঠাৎ নিচে পড়ে যাওয়ার শব্দ শুনে শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”