![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F11%2F22%2F04ebc07a16a6e12eb77e0526fd67c8ab-5a62095d39c3d-7c1a79ba63aa638a581ea25c12c1ceb6-1-e902b306eb5a8fa6daf1cd9b34365787.jpg%3Fjadewits_media_id%3D825014)
চার মাসে এডিপি বাস্তবায়ন মোট বরাদ্দের ১২.৬৪ শতাংশ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ১৯:০১
চলতি ২০২২-২৩ অর্থবছরে প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মোট বরাদ্দের ১২ দশমিক ৬৪ শতাংশ। যা গত পাঁচ অর্থবছরের তুলনায় সবচেয়ে কম।
সোমবার (২১ নভেম্বর) চলতি অর্থবছরের অক্টোবর মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।