কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাপানি রাষ্ট্রদূতের বক্তব্যের পূর্বাপর

সমকাল ড. ইমতিয়াজ আহমেদ প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ১৬:৩৫

আমরা বিভিন্ন সময়ে দেখেছি, জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত নানা প্রসঙ্গে কথা বলেন। লক্ষণীয়, একজন রাষ্ট্রদূতের যে কর্মপরিধি, তার মধ্যে অন্য দেশের নির্বাচন নিয়ে কথা বলা ঠিক দায়িত্বের মধ্যে পড়ে না।


যেমন ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির একটি বক্তব্যের পক্ষে-বিপক্ষে বেশ আলোচনা-সমালোচনা চলছে কয়েক দিন ধরে। আমাদের দেশেরই একটি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে ১৪ নভেম্বর তিনি অতিথি হয়ে এসেছিলেন। 'মিট দ্য অ্যাম্বাসাডর' নামে ওই অনুষ্ঠানে উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাপানের রাষ্ট্রদূত বলেছেন- 'আমি শুনেছি (গত নির্বাচনে), পুলিশ কর্মকর্তারা নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভোট দিয়ে ভর্তি করে ফেলেছেন। এ ধরনের ঘটনা এর আগে অন্য কোনো দেশে আমি শুনিনি। এ ধরনের ঘটনা আর কখনোই দেখতে চায় না জাপান। সরকার আমাদের জানিয়েছে যে, আগামী নির্বাচন অবাধ ও স্বচ্ছ হতে যাচ্ছে। ফলে প্রধান রাজনৈতিক দলগুলো এতে অংশগ্রহণ করবে- এটিই আমার আশা।' (সমকাল, ১৪ নভেম্বর, ২০২২)। তিনি আরও বলেছেন, '২০১৮ সালের নির্বাচনের পর জাপান দূতাবাস সহিংসতা নিয়ে একটি বিবৃতি দেয়। এটি ব্যতিক্রমধর্মী ঘটনা। কারণ জাপান কোনো দেশের নির্বাচনের পর বিবৃতি দেয় না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও