ডিটক্স ওয়াটার কি মেদ ঝরাতে পারে?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ১৪:৩৮

ডিটক্স ওয়াটার কী?


ফল, সবজি অথবা ভেষজের নির্যাস সমৃদ্ধ পানীয় হচ্ছে ডিটক্স ওয়াটার। একটি বড় কাচের জারে বা বোতলে খোসা না ছাড়িয়ে পছন্দের রসালো ফল, সবজি অথবা ভেষজ উদ্ভিদ আলাদা আলাদাভাবে কিংবা একসঙ্গে স্লাইস করে মিশিয়ে পানি দিয়ে ১০ থেকে ১২ ঘণ্টা ভিজিয়ে রেখে দিলে তৈরি হয় ডিটক্স ওয়াটার। এক্ষেত্রে বোতল বা জারটি ফ্রিজে রেখে দেওয়া যাবে। তবে গোটা ফল ব্যবহার করা যাবে না এতে।


১০ থেকে ১২ ঘণ্টা ভিজিয়ে রাখার পর ফল, সবজি বা ভেষজ সরিয়ে ফেলতে হবে অবশ্যই। নাহলে সেগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাড়াহুড়ো থাকলে উপকরণগুলো পিষে বা চূর্ণ করে মেশাতে পারেন পানিতে। এতে দ্রুত বের হবে নির্যাস। তবে ভালোভাসে নির্যাস ছড়িয়ে পড়ার জন্য ১০ থেকে ১২ ঘণ্টা সময় প্রয়োজন হয়।


ডিটক্স ওয়াটার সমন্বয় করতে পারেন এভাবে-  



  • শসা ও পুদিনা পাতা

  • আদা ও লেবু

  • জাম ও কমলা

  • লেবু ও গোলমরিচ

  • আদা, গোলমরিচ, শসা ও লেবু

  • তরমুজ ও পুদিনা পাতা

  • আপেল ও দারুচিনি

  • আঙুর, কমলা ও লেবু

  • স্ট্রবেরি, পুদিনা পাতা কিংবা তুলসী পাতা  

  • প্রয়োজন ও পছন্দ অনুযায়ী যেকোনো উপাদান মিশিয়ে তৈরি করতে পারেন এই পানীয়। তবে ডিটক্স ওয়াটার তৈরিতে ৩টি উপাদানই যথেষ্ট।


কখন পান করবেন ডিটক্স ওয়াটার?


খালি পেটে পান করার প্রয়োজন নেই ডিটক্স ওয়াটার। বরং সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এ পানীয় পান করলে কারোর কারোর ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। যেমন ডায়ারিয়া, বুক জ্বালা করা কিংবা অ্যাসিডিটি দেখা দিতে পারে। ডিটক্স ওয়াটার পান করার সবচেয়ে ভালো সময় হচ্ছে মধ্যসকাল কিংবা বিকেলে নাস্তার পর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও