উদ্বোধনী ম্যাচেই গোল বাতিল নিয়ে বিতর্ক; যা বলছে ফিফা
কালের কণ্ঠ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ১৭:১৮
কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দলের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে ইকুয়েডর। এই ব্যবধান আরও বাড়তে পারত, যদি না ম্যাচের তৃতীয় মিনিটে ইকুয়েডর অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল না হতো। ম্যাচের মাঝেই ওই গোল বাতিল করা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
দর্শকদের মাঝে প্রশ্ন জেগেছে, কেন এই গোলটিকে অফসাইড আইনে বাতিল করা হলো? ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রি কিক থেকে বল পেয়ে যান ইকুয়েডরের ফেলিক্স তোরেস। কিন্তু বলটি তার শরীরে লেগে বল চলে যায় মাইকেল এস্ত্রাদার কাছে।