গাড়ির ভেতরের ভ্যাপসা গন্ধ দূর করার উপায়
প্রতিদিন অফিসে যাওয়াই হোক কিংবা সপ্তাহান্তের লং-ড্রাইভ, একটি পরিষ্কার ঝকঝকে কেবিন, সারা রাস্তায় আপনার মেজাজকে ফুরফুরে রাখবে। তবে অনেকেই নিয়মিত গাড়ির ভেতরটা পরিষ্কার করেন না। আবার অনেকেই আছেন গাড়ির ভেতর ধূমপান করেন, খাবার খান। এতে গাড়ির ভেতরে বাজে গন্ধ সৃষ্টি হয়। এছাড়াও শীতের সময় সারাক্ষণ গ্লাস আটকে রাখার কারণেও ভ্যাপসা গন্ধ সৃষ্টি হতে পারে গাড়ির ভেতর। চলুন জেনে নেওয়া যাক কীভাবে খুব সহজে গাড়ির ভেতরের ভ্যাপসা দুর্গন্ধ দূর করা যায়-
>> গাড়ির কেবিনে দুর্গন্ধ সৃষ্টি হয় মূলত এর ভেতরে ঠিকভাবে বাতাস চলাচল করতে না পারলে। গাড়ির মধ্যে বসে খাওয়া-দাওয়া কিংবা ধূমপান করলেও ভেতরে দুর্গন্ধের সৃষ্টি হয়। তাই গাড়ি চালানোর শুরুতেই জানালা কিছুক্ষণ খোলা রাখুন। এতে বাইরের বাতাস আপনার গাড়ির কেবিনে সহজেই প্রবেশ করতে পারবে।
>> প্রায় সব গাড়ির মধ্যেই এয়ারকন্ডিশন সিস্টেমের সঙ্গে ‘রি-সার্কুলেট’ বোতাম দেওয়া থাকে। বাইরের বাতাস গাড়ির কেবিনে প্রবেশ করাতে চাইলে বোতামটি অফ রাখুন। অন্যদিকে বাইরের দুর্গন্ধযুক্ত হওয়াকে রোধ করতে বোতামটি অন রাখুন।