You have reached your daily news limit

Please log in to continue


ঐন্দ্রিলার ২৪ বছরের এক লড়াকু জীবন

টানা ২০ দিনের প্রাণপণ লড়াই। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন ঐন্দ্রিলা শর্মা। বয়স চব্বিশেই থেমে গেল জীবন ঘড়ি। আপনি যদি এতটুকুতেই দাঁড়ি টানেন তবে দরজার ওপাশের লড়াকু এক যোদ্ধাকে মিস করবেন। এতটুকুন জীবনেই রেখে গেলেন আমৃত্যু লড়াইয়ের এক অনুপ্রেরণা।

২০২২ সালের ১ নভেম্বর থেকে তার এই লড়াই সকলকে উৎকণ্ঠায় রেখেছিল ঠিকই, কিন্তু আদতে তার সংগ্রাম শুরু হয়েছিল অনেক আগেই।

২০১৫ সাল। জন্মদিনের দিনই অভিনেত্রী প্রথম জানতে পেরেছিলেন, ক্যানসার বাসা বেঁধেছে শরীরে। সবে একাদশ শ্রেণির ছাত্রী। অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত হন। শুরু হয় কেমোথেরাপি। দিল্লির এমসে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চলে চিকিৎসা।

তখন চিকিৎসকরা বলেছিলেন, হাতে বেশি দিন নেই। কিন্তু সে কথা ভুল প্রমাণিত করে সম্পূর্ণ সুস্থ হয়ে যান তিনি। দেড় বছর চিকিৎসা চলার পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ঐন্দ্রিলা।

২০২১ সাল। ফেব্রুয়ারি মাসে আবার অসুস্থ। কাঁধে যন্ত্রণা শুরু হয়। জানা যায়, ডান দিকের ফুসফুসে টিউমার তৈরি হয়েছে। আবার শুরু হয় কেমো। অস্ত্রোপচার নিয়ে ঝুঁকি ছিল। তারপরেও অভিনেত্রী সিদ্ধান্ত নেন অস্ত্রোপচারের। চলে জটিল অস্ত্রোপচার! আবারও সেই যুদ্ধে জয়ী হন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন