You have reached your daily news limit

Please log in to continue


ইউক্রেনে ৬ কোটি ডলার আকাশ প্রতিরক্ষা সহায়তা দেবেন সুনাক

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনের জন্য ছয় কোটি ডলার মূল্যের নতুন প্রতিরক্ষা সহায়তা ঘোষণা করেছেন। গতকাল শনিবার প্রথমবারের মতো কিয়েভ সফরে গিয়ে তিনি এ সহায়তা প্যাকেজের ঘোষণা দেন। খবর আল–জাজিরার।

কিয়েভে জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সুনাক বলেন, ‘আজ আমি এ কথা বলতে এখানে এসেছি যে যুক্তরাজ্য আপনাদের পাশে থাকবে।’ ইউক্রেনের জন্য যে ধরনের শান্তি ও নিরাপত্তার প্রয়োজন, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য দেশটির পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।

ঋষি সুনাক বলেন, প্রতিরক্ষা সহায়তার মধ্যে ১২০টি বিমান বিধ্বংসী অস্ত্র, রাডার এবং ড্রোন বিধ্বংসী যন্ত্র রয়েছে।

ইউক্রেনের জনগণের সাহসিকতার প্রশংসা করে সুনাক বলেন, ‘আজ আপনাদের দেশে এসে আপনাদের সঙ্গে একত্র হতে পেরে গভীরভাবে বিনীত বোধ করছি। ইউক্রেনের জনগণ যে সাহসিকতা দেখিয়েছেন, তা বিশ্বের জন্য অনুপ্রেরণামূলক। ভবিষ্যতে আমরা আমাদের নাতি-নাতনিদের আপনাদের গল্প শোনাব।’

সুনাক আরও বলেন, কীভাবে গৌরবান্বিত ও সার্বভৌম এক জাতি তাদের ওপর হওয়া ভয়ংকর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আপনারা কীভাবে লড়াই করেছেন, কীভাবে আত্মনিবেদন করেছেন, কীভাবে নিজেরা লড়াই করে জিতেছেন-সে গল্প শোনাব।’  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন