কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর লক্ষ্য

সমকাল প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ১৬:১৮

২৩টি সদস্য দেশ নিয়ে গঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) রজতজয়ন্তী উপলক্ষে দু'দিনব্যাপী 'আইওআরএ বিজনেস ফোরাম লিডারশিপ সামিট-২০২২' শুরু হচ্ছে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা'য় সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলনের উদ্বোধন হবে আগামীকাল রোববার।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন, আইওআরএ বিজনেস ফোরামের সভাপতি এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, আইওআরএ'র মহাসচিব সালমান আল ফারিসি, সিএসিসিআই সভাপতি সামির মোদি, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আহমেদ আল হামুদি প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) কাউন্সিল অব মিনিস্টারস এবং কমিটি অব সিনিয়র অফিসিয়ালসের বৈঠকের আগে বিজনেস ফোরামের সম্মেলন হচ্ছে।


আইওআরএ বিজনেস ফোরামের সভাপতি শেখ ফজলে ফাহিম সমকালকে জানান, দু'দিনের সম্মেলনে বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি বিশেষত মূল্যস্ফীতির সমস্যা, সরবরাহ শৃঙ্খলে বাধা ও মূল্য শৃঙ্খলে সমন্বিত পদক্ষেপ, জ্বালানি, খাদ্য ও মুদ্রার নিরাপত্তা, সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা, সমুদ্র অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আলোচনার সুপারিশ আইওআরএ'র নীতি নির্ধারকদের কাছে উপস্থাপন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও