৬ কিলোমিটার নদীভাঙন রোধে ৫৫২ কোটি টাকার প্রকল্প

বাংলা ট্রিবিউন ভেদরগঞ্জ প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ২২:০০

সরকার ছয় কিলোমিটার নদী ভাঙনরোধে ৫৫২ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীর ভাঙন রোধ করতে নদীর তীর সংরক্ষণে এ প্রকল্প নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে ভেদরগঞ্জ উপজেলায় বিদ্যালয়, হাটবাজার, রাস্তা, ব্রিজ, ফসলি ও বাসযোগ্য জমি, বসবাসের বাড়িঘর, ধর্মীয় উপসানালয়, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা রক্ষা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।


সূত্র জানিয়েছে, পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীর ভাঙন রোধকল্পে নদী তীর সংরক্ষণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে কাজ করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হবে। ২০২৫ সালের ৩০ জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে পানি সম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও