সুর বদলালেন পশ্চিমবঙ্গের মন্ত্রী
সুর বদলে দিলেন পশ্চিমবঙ্গের শাসক দলের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। গত অক্টোবর মাসে তিনি বলেছিলেন, ২০১৮ সালের সবশেষ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের নির্বাচনপদ্ধতি সঠিক ছিল না। তাঁর সেই বক্তব্য ভুল ছিল বলে এবার বলেছেন এই মন্ত্রী। দলের চাপেই মন্ত্রীর এই মতবদল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
গত অক্টোবরে উদয়ন গুহ এক প্রকাশ্য সভায় বলেছিলেন, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচন যেভাবে হয়েছে, সেই পদ্ধতিই ছিল ভুল। আর সেই ভুলের জন্য ২০১৯ সালের এই রাজ্যে লোকসভা নির্বাচনে কোচবিহারে ব্যাপক পরাজয় ঘটেছিল তৃণমূলের। রাজ্যের ৪২ আসনের মধ্যে ২২টি আসনে জিতেছিল তৃণমূল, আর ১৮টি আসনে জিতেছিল বিজেপি। বাকি দুটি আসনে কংগ্রেস। শূন্য ছিল বাম দলের আসন।