শীতের ছাদবাগান

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ১৬:৫৫

‘শীতের হাওয়ায় লাগল নাচন আমলকীর ওই ডালে ডালে’


কেমন হয় যদি শীতের হাওয়ার নাচন কেবল আমলকির ডালে ডালে না লেগে আপনার বাড়ির ছোট্ট বারান্দা বা ছাদের লাউ, কুমড়ো, টমেটো, পালং, পুঁই, ধনেপাতা, লালশাক, ঝিঙে, পাতাবাহারের পাতায় পাতায়ও দোল দিয়ে যায়?


কী অপূর্ব দৃশ্য তাই না? ছোট্ট ছাদ বা বারান্দা সবুজে, ফুলে, ফলে ভরে উঠবে; যাতে নিজেদের প্রয়োজনীয় বা পছন্দের ফুল, ফল সবজি ছাদেই ফলানো যায়। এতে যেমন ফুল-ফল-সবজির সঙ্গে প্রাকৃতিক শোভা পাওয়া যাবে, তেমনি পরিবারের সবাই মিলে পাওয়া যাবে বাগান করার নিখাদ আনন্দও। কিংবা অবসরে বা ছুটির দিনে এই ছাদবাগানেই জমে উঠতে পারে পিকনিক। হতে পারে শতরঞ্জি বিছিয়ে চায়ের আসর গান-কবিতায়।


এসব কথা ভাবলেই তো আর হলো না। কল্পনার মতো এমন সুন্দর বাগান পেতে হলে প্রথমেই চাই পরিকল্পনা। কোন কোন গাছ লাগাব, কোথায় লাগাব, জানা থাকতে হবে ঠিকঠিক পরিচর্যা, গাছেদের খাবার, রোগ-বালাই সারানোর উপায়। আর থাকতে হবে একটু সময় ও ধৈর্য। তবেই না ফুলে-ফলে-সবজিতে সেজে উঠবে ছাদবাগান বা বারান্দাবাগান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও