![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-04%252F5da5fa3f-f363-4804-895b-188078692a07%252F241808549_578304533360535_8782003192388792540_n.jpg%3Frect%3D0%252C0%252C1200%252C675%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
পেলের কাতারে যাওয়ার ইচ্ছা পূরণ হবে?
প্রথম আলো
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ১৬:২৮
এবারের বিশ্বকাপে থাকছেন না ডিয়েগো ম্যারাডোনা। ২০২০ সালের ২৫ নভেম্বর থেকে তিনি দূর আকাশের তারা। মাঠে তো বটেই, মাঠের বাইরে থেকেও ম্যারাডোনা সব সময়ই ছিলেন বিশ্বকাপের সঙ্গে। আর্জেন্টিনার ম্যাচে গ্যালারিতে তাঁর উপস্থিতি, নানা অঙ্গভঙ্গি বিশ্বকাপের আনন্দকে ভিন্নমাত্রাই দিয়েছে সব সময়। এবার কাতার বিশ্বকাপ খুব করেই মিস করবে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তিকে।
ম্যারাডোনা এখন রক্ত–মাংসের কেউ নন। তিনি এখন স্মৃতি। কিন্তু ব্রাজিলীয় কিংবদন্তি পেলে? তিনি তো আছেন। পেলেও বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ। তাঁকে ছাড়াও বিশ্বকাপটা ঠিক কল্পনা করা যায় না। যদিও অসুস্থ থাকায় ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও অনুপস্থিত ছিলেন তিনি।
এবার কি পেলে থাকতে পারবেন বিশ্বকাপে? তিনি কি ব্রাজিল থেকে কাতার আসতে পারবেন? তাঁর শরীর কি সায় দেবে?