‘বড় একা লাগে’? নারীর একাকিত্ব ঘোচাবে অবিকল পুরুষের মতো ভালুক-পুতুল

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ১৯:২৮

শুধু বন্ধুর বাণী নয়, প্রাণে তার পরশ পেতেও উশখুশ করে মন? তবু উপায় নেই কাছে যাওয়ার? সহায়তা করতে পারে ‘পাফি’। ভাবছেন কে এই ‘পাফি’? পাফি একটি ভালুক। তবে জীবন্ত নয়, পুতুল। বিশেষ এই পুতুলের দেহ অবিকল পুরুষদের মতো। কেবল মাথাটুকু ভালুকের। আর এই ভালুক-পুতুলই নাকি দূর করে দেবে নারীদের একাকিত্ব। এমনই দাবি করলেন, বুলগেরিয়ার দুই মহিলা।


বুলগেরিয়ার মডেল ইনা মারহোলেভা ও টনিয়া বারদাঙ্কোভা যৌথ উদ্যোগে তৈরি করেছেন এই পুতুল। পুতুলটির দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি। ওজন ৩ কেজির কিছুটা বেশি। নিজেদের ওয়েবসাইটে তাঁরা জানিয়েছেন, “আমরা মহিলারা অধিকাংশ সময়েই একা হয়ে পড়ি। কখনও ব্যক্তিগত ইচ্ছে আবার কখনও দুর্ভাগ্যের কারণে একা হয়ে পড়েন মহিলারা। কিন্তু আমাদের সকলেরই কখনও না কখনও এক জন সঙ্গী কিংবা তাঁর আলিঙ্গনের প্রয়োজন পড়ে।” এই চাহিদা পূরণ করতেই এ হেন পুতুল তৈরির কথা ভেবেছেন তাঁরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও