কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওরিয়ন নভোযানের সঙ্গে যাবেন না কি চাঁদে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ১৮:০৫

ঘরে বসে কম্পিউটারের পর্দাতেই ওরিয়ন মহাকাশযানের চন্দ্রযাত্রা অনুসরণ করতে পারবেন পৃথিবীর (অথবা বাইরের!) যে কেউ। পৃথিবী বা চাঁদের সঙ্গে ওরিয়নের দূরত্ব এবং তাৎক্ষণিকভাবে মহাকাশের ঠিক কোথায় ওরিয়নের অবস্থান – এ সবই দেখা যাবে নিজের চোখে। 


দীর্ঘ প্রতিক্ষার পর ১৬ নভেম্বর চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে নাসার আর্টেমিস ওয়ান মিশন। এসএলএস রকেট মূল যানকে মহাকাশের দিকে ঠেলে দিয়ে পৃথিবীতে নেমে আসার পর একাই ছুটে চলেছে ওরিয়ন। 


ওরিয়নের এই একাকী যাত্রা অনুসরণ করা যাবে নাসার ‘আর্টেমিস রিয়াল-টাইম অরবিট ওয়েবসাইট (অ্যারো)’-এর মাধ্যমে। মহাকাশযানটির দূরত্ব, গতি, অবস্থান এমন সব তথ্য মিলবে সেখানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও