উন্নয়নকে ম্লান করে দিচ্ছে দুর্নীতি: পরিকল্পনা প্রতিমন্ত্রী
প্রথম আলো
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ২২:৫৫
দুর্নীতি দেশের উন্নয়নকে ম্লান করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত আইন আছে, প্রতিষ্ঠান আছে। অভাব হচ্ছে আইনের বাস্তবায়ন ও পরিবীক্ষণ।
জাতীয় সংসদ ভবনের এলডি হলে আজ বুধবার এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ‘খাদ্যনিরাপত্তাকে শক্তিশালী করে পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সংসদ সদস্যদের সম্পৃক্তকরণ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং।
সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাতের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, সংসদ সদস্য সিমিন হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।