বিশ্বকাপ জেতাই উরুগুয়ের লক্ষ্য, বলছেন নুনেজ
বিশ্বকাপের ইতিহাসে ৮০তম দল হিসেবে এবারের আসরে অংশগ্রহণ করবে স্বাগতিক কাতার। এখন পর্যন্ত মাত্র আট দল জিতেছে এই টুর্নামেন্ট। এর মধ্যে বিশ্বকাপ জয়ের স্মৃতিটা সবচেয়ে পুরোনো উরুগুয়ের। সবশেষ দ্বিতীয়বারের মতো ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপ জিতেছে দলটি। বিশ্বকাপ জিতেছে এমন দলগুলোর মধ্যে যা সময়ের হিসেবে সবচেয়ে দীর্ঘ।
এবার কাতারে ২০ নভেম্বর শুরু হচ্ছে ২০তম ফুটবল বিশ্বকাপ। বিশ্বমঞ্চে খেলা প্রতিটি দলেরই লক্ষ্য থাকে বিশ্বকাপ জেতা। তবে এবারের বিশ্বকাপ জেতার লক্ষ্যটা উরুগুয়ের একটু বেশিই। কেননা, ৭২ বছর আগে শেষবার বিশ্বকাপ জিতেছে লুইস সুয়ারেজ-এডিনসন কাভানিরা। তাই এবারের বিশ্বকাপ জিততে মরিয়া উরুগুয়ে। এমনটিই জানিয়েছেন স্কোয়াডে সুযোগ পাওয়া দলটির তরুণ ফরোয়ার্ড ডারউইন নুনেজ। তাঁর মতে, বিশ্বকাপ জেতাই উরুগুয়ের লক্ষ্য।
বিশ্বকাপ অভিযান শুরুর আগে প্রাক-প্রস্তুতির জন্য সংযুক্ত আরব আমিরাতে তাঁবু গাড়ছে উরুগুয়ে। দেশটির রাজধানী আবুধাবিতেই বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কথা বলেন নুনেজ। তিনি বলেছেন, ‘আমরা টুর্নামেন্টের ফেবারিট দল না হলেও যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে লড়তে প্রস্তুত। আমরা প্রতিযোগিতায় অনেক দূর যেতে চাই। আমাদের লক্ষ্য বিশ্বকাপ জয়।’