রংপুরে ১০ হাজার ইভিএমের মধ্যে ৭ হাজার ত্রুটিপূর্ণ!
রংপুর অঞ্চলে সংরক্ষিত ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বড় একটি অংশ ত্রুটিপূর্ণ। সেখানে থাকা ১০ হাজার ইভিএমের মধ্যে সাত হাজারের বেশি মেশিন ক্রুটিপূর্ণ। যার কারণে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের জন্য এসব ইভিএম ত্রুটিমুক্ত করা হচ্ছে, পাশাপাশি নির্বাচন কমিশন থেকে নতুন ইভিএম পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে এক লাখ ৫০ হাজার ইভিএম কেনে নির্বাচন কমিশন। বিভিন্ন নির্বাচনে সেগুলো ব্যবহারের পর তা সংরক্ষণ করা হয় সারা দেশের ইসির আঞ্চলিক অফিসগুলোতে। এরমধ্যে রংপুর অঞ্চলে সংরক্ষণ করা হয়েছিল ১০ হাজার ৭৫৯টি ইভিএম।