আজও মন থেকে মেনে নিতে পারি না: প্রসেনজিৎ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ১৭:৫৪
টলিউড ইন্ডাস্ট্রিতে তিনি ছিলেন বটবৃক্ষের মতো। যার ছায়াতলে সবাই থাকতো, মন ভরে আদেশ-উপদেশ শুনতো, এগিয়ে চলার উৎসাহ পেতো। তার ভরাট কণ্ঠের কথাগুলোও ছিলো আবৃত্তির মতো। তাই মুগ্ধতায় ভরে যেতো সবার হৃদয়। সেই মোহ জাগানিয়া মানুষটির নাম সৌমিত্র চট্টোপাধ্যায়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে না ফেরার দেশে উড়াল দিয়েছিলেন সদাহাস্যোজ্বল আর মিষ্টভাষী এই অভিনেতা। যার শেকড় বাংলাদেশে; তবে জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। বাংলা ভাষার সিনেমায় তিনি সেরাদের একজন। দীর্ঘ ৬০ বছর অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এই লম্বা পথচলায় উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী সিনেমা।