৬৭ লাখ নতুন ভোটার নিয়ে আ'লীগ কী ভাবছে?

সমকাল আবদুল মান্নান প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ১৫:৩৯

দ্বাদশ সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। ভোটার তালিকাও হালনাগাদ হয়েছে। নতুন তালিকায় মোট ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৬ লাখ। নতুন যোগ হয়েছে ৬৭ লাখ, যারা প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবে। তাদের মধ্যে নারী-পুরুষের অনুপাত প্রায় সমান। সম্পূর্ণ ভোটার তালিকার চিত্রও অনেকটা তা-ই। যোগ হয়েছে ৩৩৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার।


যে দল যা-ই বলুক, সবাই আসন্ন নির্বাচনে অংশ নেবে বলে আশা করা যায়। পুরোনো ভোটারদের মধ্যে প্রধান দুই রাজনৈতিক দলের সমর্থকের হার মোটামুটি নির্ধারিত। এ ভোটারদের একটি বড় অংশ রাজনীতি সচেতনও। কোন দল দেশের জন্য ক্ষমতায় থাকা ভালো, আর কোন দল নয়, তা তাঁরা বুঝতে পারেন। সেদিক থেকে আগামী নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নতুন ভোটাররা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও