স্কুলে ভর্তির আবেদন গ্রহণ ১৬ নভেম্বর থেকে, এবারও লটারিতে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ০৯:৪২

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলার সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হবে ১৬ নভেম্বর।


৬ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ চলবে বলে সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।


আবেদন প্রক্রিয়া শেষে এবারও ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। 


সরকারি স্কুলে ভর্তির লটারি হবে ১০ ডিসেম্বর। আর বেসরকারি স্কুলের লটারি ১৩ ডিসেম্বর। ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।


বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। অনলাইনে আবেদন শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। অন্য কোনো পরীক্ষা নেওয়া হবে না।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য টেলিটকের ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) আবেদন করতে হবে। ১১০ টাকা আবেদন ফি টেলিটক প্রি-পেইড নম্বর থেকে প্রদান করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও