কাতার বিশ্বকাপে থাকছেন ৮ বাংলাদেশি
কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৬ দিন। ফুটবলের সবচেয়ে বড় এ আয়োজনকে ঘিরে উন্মাদনার শেষ নেই বাংলাদেশে। যদিও বরাবরের মতোই এবারও বিশ্বকাপে মূলপর্বে সুযোগ পায়নি বাংলাদেশ। তবে ফুটবল দল বিশ্বকাপে সুযোগ না পেলেও বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের ৮ জন।
বিশ্বকাপে সুযোগ পাওয়া বাংলাদেশের এ আটজন মূলত যাচ্ছেন স্বেচ্ছাসেবক হিসেবে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে প্রতিবারই সদস্য দেশগুলো থেকে স্বেচ্ছাসেবক নেয় ফিফা। কাতার বিশ্বকাপে সেই স্বেচ্ছাসেবক দলের অংশ হবেন বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া ৮ জন।
বাংলাদেশ থেকে মনোনীত ৮ স্বেচ্ছাসেবকের মধ্যে বেশিরভাগই চাকরিজীবী। তবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন ছাত্র ও দুইজন প্রবাসীও আছেন তাদের মধ্যে। আছেন ময়মনসিংহের নাসিরাবাদ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসানুল ইসলামও। স্বেচ্ছাসেবক মনোনয়নের কাজটি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সোমবার এক বিবৃতিতে স্বেচ্ছাসেবকদের তালিকা প্রকাশ করেছে বাফুফে।