ওষুধ খেয়েও কাশি কমছে না? অন্য কোনও মারাত্মক রোগে ভুগছেন না তো?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ১৮:৪৯

অফিসে জরুরি মিটিং হচ্ছে। সকলেই বেশ চুপচাপ। হঠাৎ সকলকে চমকে দিয়ে আপনি কেশে উঠলেন। সকলের নজর আপনার দিকে। আপনিও খানিক অপ্রস্তুতে পড়লেন। সিনেমা দেখতে গিয়েছেন। গুরুত্বপূর্ণ দৃশ্যের সময় হঠাৎ আপনার কাশি শুরু হল। বাকি দর্শক তো বটেই, আপনিও যেন খানিক নিজের উপর বিরক্ত হলেন। এমন পরিস্থিতিতে কমবেশি অনেকেই পড়েছেন।


শীত চলে এসেছে। এই মরসুমে কাশি, সর্দির সমস্যায় অনেকেই ভোগেন। তবে শুধু শীতকাল বলে নয়, সারা বছর ধরেই কাশি নিয়ে নাজেহাল থাকেন অনেকেই। কাশি বেশি দিন জিইয়ে রাখা ঠিক নয়। ওষুধ খেয়ে, সুরক্ষা নিয়েও যদি কাশি না কমে তা হলে কিন্তু সে বিষয়ে বাড়তি নজর দেওয়া প্রয়োজন। ঠান্ডা লাগাই কাশির একমাত্র কারণ নয়। কাশির নেপথ্যে থাকতে পারে আরও কিছু মারাত্মক শারীরিক সমস্যা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও