কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২০২৩ সালে কেমন যাবে সাত খাতের ব্যবসা

প্রথম আলো প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ১৭:২০

কোভিডের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই গত ফেব্রুয়ারিতে শুরু হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ফলে ২০২০ ও ২০২১ সালে যেমন বিশ্ব গণমাধ্যমের বড় অংশ জুড়ে ছিল কোভিড, ২০২২ সালে দ্রুতই সেই জায়গা নিয়ে নিল যুদ্ধের খবর। যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতির অবস্থাও ভালো থাকবে না, এটাই স্বাভাবিক। এই বাস্তবতায় বিশ্বের প্রায় সব সংস্থা বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। বিশ্বখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট–এর গবেষণা ও বিশ্লেষণবিষয়ক বিভাগ ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি আগামী বছরের বিশ্ব অর্থনীতির সাতটি খাত ধরে বিস্তৃত পূর্বাভাস দিয়েছে।


ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বলছে, ইউক্রেনে চলমান যুদ্ধ ও চীনের বিভিন্ন অঞ্চলে লকডাউনসহ শূন্য কোভিড নীতির কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে তারা বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করতে বাধ্য হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও