![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-11%2F60a48166-ee3a-41c0-aa58-1e302c78408e%2Frangpur_verdict_141122.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
আইনজীবী হত্যা: রংপুরে দুজনের প্রাণদণ্ড
রংপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আসাদুল হক হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মহানগরীর তাজহাট এলাকার ধর্মদাস বারো আউলিয়া গ্রামের জাফর ড্রাইভারের ছেলে রতন মিয়া (৩২) ও খোর্দ্দ তামপাট আদর্শপাড়া এলাকার মনির মিস্ত্রীর ছেলে সাইফুল ইসলাম (২৬)।
এ মামলায় মোর্শেদা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হত্যার দায়ে মৃত্যুদণ্ড